বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
Online Edition

স্বাধীনতাকামীদের হামলায় কাশ্মীরে ভারতীয় ১০ সেনা কর্মকর্তা হতাহত 

৯ জুলাই, এনডিটিভি:  ভারত শাসিত জম্মু ও কাশ্মিরের কাঠুয়া জেলার সোমবার বিকেলে মাচেদি এলাকায় সামরিক বাহিনীর গাড়িবহরে স্বাধীনতাকামী যোদ্ধাদের অতর্কিত হামলা চালায়। এতে ৪ সেনা কর্মকর্তা নিহত এবং অপর ৬ কর্মকর্তা আহত হয়েছেন।  কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় অতর্কিত এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মিরের কুলগাম জেলায় গত শনিবার পৃথক দুই বন্দুকযুদ্ধে ২ সেনা ও ৪ স্বাধীনতাকামীর প্রাণহানির ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতে মাচেদি এলাকায় সোমবারের এই হামলার ঘটনা ঘটল। 

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে প্রথমে গ্রেনেড নিক্ষেপ করে এবং পরবর্তীতে গুলি চালায়। সে সময় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। কিন্তু হামলাকারীরা পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। এই হামলার পর মাচেদি-কিন্ডলি এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে হামলাকারীদের শনাক্ত করতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কর্মকর্তারা বলেছেন, হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাঝে দফায় দফায় গোলাগুলি চলছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ওপর দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। এর আগে, রোববার রাজৌরি জেলায় সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এতে এক সৈন্য আহত হন। 

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.14.85"