বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
Online Edition

কাপ্তাই রাঙ্গুনিয়ায় পর্যটকদের হাতছানি দিচ্ছে ক্যাবল কার

নুরুল আবছার চৌধুরী, কাপ্তাই রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথে পর্যটন শহর খ্যাত রূপসী কাপ্তাই-রাঙ্গুনিয়ার বিনোদন স্পটগুলোতে পর্যটকের আগমন শুরু হয়েছে। বর্ষার শেষ হওয়ায় শীতের আগমনে রাঙ্গুনিয়ার রাসেল এভিয়ারি পার্ক, কাপ্তাইয়ের প্যানোরমা জুম রেস্তোরাঁ (রিভার ভিউ পার্ক), নিসর্গ রিভার ভ্যালি ও নিসর্গ পড হাউজ, বনশ্রী কমপ্লেক্স, প্রশান্তি পার্ক, লেকভিউ আইল্যান্ড লেকশোর পর্যটন স্পট, লেক প্যারাডাইস পিকনিক স্পটসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে পর্যটকদের আগাম উপস্থিতি হলেও ব্যাপক পর্যটকদের জন্য সাজানো হয়েছে। 

এলাকায় পরিবেশ স্বাভাবিক থাকায় বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের আগমন ঘটবে বলে  উদ্যোক্তারা জানিয়েছেন। এবারে পর্যটকদের বিশেষ সুবিধা আছে রাঙ্গুনিয়ার শেখ রাসেল পার্কে দীর্ঘতম যে ক্যাবলকার। এতে চড়ে দেড় কিলোমিটার ঘুরতে পারে। কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা রিভার ভিউ পার্কে (জুম রেস্তোরাঁয়) প্রতিবছর  অসংখ্য পর্যটকের আগমন ঘটে থাকে। খুলনা আসা ব্যবসায়ী রফিক দম্পতি ইট-পাথরের শহর ছেড়ে কোলাহলমুক্ত ও উন্মুক্ত পরিবেশে সময় কাটানো জন্য পরিবার নিয়ে ভ্রমণে এসেছি। কর্ণফুলী নদীর কোলঘেঁষে অবস্থিত নান্দনিক সৌন্দর্যে ভরপুর জুম রেস্তোরাঁয় এসে আমাদের অনেক ভালো লাগছে। রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী অ্যান্ড ইকো পার্কে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সকাল থেকে বিকাল পর্যন্ত পর্যটকরা কৃত্রিম লেক, মিনি চিড়িয়াখানা, দেশী-বিদেশী পাখি ও সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য পরিবার-পরিজন নিয়ে উপভোগ করা যায়। শীলছড়ি হাজীর টেকে অবস্থিত নিসর্গ রিভার ভ্যালি বিনোদন স্পটে বিনোদন প্রেমীদের উপচেপড়া ভিড় বেশ লক্ষ্য করার মতো।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.14.85"