রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩
Online Edition

সৌদি অর্থনীতি ট্রিলিয়ন ডলার ছাড়াল 

২৩ সেপ্টেম্বর, গালফনিউজ, এসপিএ: প্রথমবারের মতো সৌদি আরবের মোট দেশীয় উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১৫৫ ট্রিলিয়ন সৌদি রিয়াল অর্থাৎ এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। সৌদির ৯৩তম জাতীয় দিবসে এই তথ্য জানিয়েছে ফেডারেশন অব সৌদি চেম্বারস।

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থনীতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭ শতাংশ। উৎপাদন সক্ষমতা বাড়ার কারণেই এমন প্রবৃদ্ধি দেখেছে দেশটি। তাছাড়া স্থানীয় মুদ্রার ডিপোজিটও বেড়েছে উল্লেখযোগ্য হারে। জিডিপিতে বেসরাকারিখাত ১ দশমিক ৬৩৪ ট্রিলিয়ন সৌদি রিয়াল যোগ করেছে, যা জিডিপির ৪১ শতাংশ। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৩ শতাংশ।

দেশটিতে বেসরকারি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৯০৭ দশমিক ৫ বিলিয়ন সৌদি রিয়াল। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৬ শতাংশ। বেসরকারিখাতে কর্মীর সংখ্যাও বেড়েছে। ২০২১ সালে যেখানে কর্মী ছিল ৮ মিলিয়নের সামান্য বেশি, ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে ৯ মিলিয়নে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৬ শতাংশ।

দেশটির পণ্য ও সেবার রপ্তানি বেড়েছে ৫৪ দশমিক ৪ শতাংশ। তাছারা রপ্তানি সক্ষমতা ২০২১ সালের ৩৩ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ