ঢাকা,শুক্রবার 1 December 2023, ১৬ অগ্রহায়ণ ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

১০ ব্যাংককে কেন্দ্রিয় ব্যাংকের শোকজ

সংগ্রাম অনলাইন: নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচার প্রমাণ পাওয়ায় ১০ ব্যাংককে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। 

ডলার কেনাবেচা-সংক্রান্ত কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনা অমান্য করায় অভিযুক্ত ব্যাংকগুলোকে মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক জানিয়েছেন, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। তবে তিনি ব্যাংকগুলোর নাম প্রকাশ করেননি।

এ তালিকায় দেশি-বিদেশি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। এর আগে গত জুলাইতে ১৩টি ব্যাংকের বিরুদ্ধে ডলার দর নিয়ে কারসাজির অভিযোগ পেয়ে অধিকতর তদন্তে নেমেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেগুলোর মধ্যে ১০টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ