ঢাকা,সোমবার 25 September 2023, ১০ আশ্বিন ১৪৩০, ০৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার বিমান হামলা

সংগ্রাম অনলাইন ডেস্ক: ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার (৩ জুন) দিনগত মধ্যরাতের এ হামলায় ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিন শিশুর অবস্থা গুরুতর। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে দায়ী করে বলেছেন, ধ্বংসস্তুপের নিচে আরও লোক আটকা পড়েছে।

ইউক্রেনের ওপর রাশিয়ার বিমান হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃদ্ধি পেয়েছে। কিয়েভ কয়েক মাস ধরে বলেছে, তারা মস্কোর দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছ। কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে তারা হারিয়ে যাওয়া অঞ্চল পুনরুদ্ধার করতে চায়।

জেলেনস্কি বলেন, ‘শনিবারের হামলায় দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ফেসবুক পোস্টে জেলেনস্কি আরও বলেন, ‘রাশিয়ানরা শহর আক্রমণ করেছে। তারা দুটি দোতলা আবাসিক ভবনের মধ্যে হামলা করেছে। দুর্ভাগ্যবশত, ধ্বংসস্তুপের নিচে লোকজন আটকা পড়ে রয়েছে।’

জেলেনস্কির পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসপ্রাপ্ত ভবনে অনুসন্ধান চালাচ্ছেন।

দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক বলেন, ‘ফিধোরোডনেনস্কা সম্প্রদায়ের পাঁচ শিশু শত্রুর হামলায় আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা এখন গুরুতর বলে ডাক্তাররা জানিয়েছেন। তারা অপারেশন কক্ষে রয়েছে।’

গভর্নর বলেন, ‘আহতের মোট সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। এর মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উদ্ধারকারীরা একটি ছিন্নভিন্ন বাড়ির ধ্বংসস্তুপের নিচে লোকজনের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে। সম্ভবত সেখানে একটি শিশু রয়েছে।’

অনলাইন আপডেট

আর্কাইভ